যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে একটি মডিক্যাল হেলিকপ্টার মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এই দুর্ঘটনার পর হাইওয়ে ৫০-এর পূর্বমুখী লেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় তিনজন আরোহী গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে একজন নারীও ছিলেন, যাকে বিমানের নিচ থেকে উদ্ধার করতে হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের ভ্যালি ডিভিশনের মুখপাত্র কর্মকর্তা মাইক ক্যারিলো জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পরেই এই দুর্ঘটনাটি ঘটে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাইওয়ে ৫০-এ একটি বিধ্বস্ত হেলিকপ্টারের পেছনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
ক্যারিলো বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে এবং একাধিক সংস্থা ঘটনাস্থলে সাড়া দিয়েছে।’ তিনি জানান, জরুরি উদ্ধারকর্মী ও হাইওয়ে প্যাট্রোলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
তিনি বলেন, ‘বাসিন্দাদের অনুরোধ করছি বিকল্প রাস্তা ব্যবহার করতে এবং এলাকা এড়িয়ে চলতে, যাতে উদ্ধারকর্মীরা নিরাপদে কাজ করতে পারেন।’
স্যাক্রামেন্টো ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া বলেন, হেলিকপ্টারটি একজন রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে জরুরি অবস্থার সৃষ্টি হয়। তিনি বলেন, একজন পাইলট, নার্স এবং প্যারামেডিককে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো বলেন, ‘মহাসড়কে কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা মূলত হেলিকপ্টারটিকে দ্রুত ভেঙে পড়তে দেখেন। এর পরেই সমস্ত যান চলাচল ধীর হয়ে যায়।’
আহতদের মধ্যে একজন হেলিকপ্টারের নিচে আটকা পড়েছিলেন এবং ফায়ার ডিপার্টমেন্টের একটি ছোট দল মহাসড়কে থাকা লোকজনকে সাথে নিয়ে এক আহত নারীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে নিতে সক্ষম হয়েছিল। প্রায় ১৫ জন মানুষ মিলে ছোট বিমানটিকে ওপরে তুলে ওই নারীকে উদ্ধার করেন।
সূত্র : এপি।