গাজা উপত্যকা থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) ইসরায়েলি ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল-হামাস যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর দিনে এই ক্ষেপণাস্ত্র হামলার চালানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকা থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করার দাবি করেছে আইডিএফ।
আইডিএফ-এর এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা শনাক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে সেটি ইসরায়েল সীমান্তের ভেতরেই পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
বিবৃতিতে আরো জানানো হয়, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর গাজার উত্তর সীমান্তবর্তী এলাকা নেটিভ হাসারায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
উল্লেখ্য, দুই বছর আগে একই দিনে হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হয়, যার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
দখলদার ইসরায়েলিদের অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৭ হাজার ১৬০ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।