সর্বশেষ বিগ ব্যাশে সুযোগ পেলেও অনাপত্তিপত্র না পাওয়ায় খেলতে যাওয়া হয়নি রিশাদ হোসেনের। তাতে হয়তো আফসোসে পুড়েছেন তিনি। সেই আফসোস আরো বেড়ে যায় যখন দেখলেন তাকে নেওয়া হোবার্ট হারিকেনসেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
এবার সেই আক্ষেপ ঘুচাতে মুখিয়ে আছেন রিশাদ।
বিগ ব্যাশে খেলতে যাওয়ার তর সইছে না বলে জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। বিশেষ করে রিকি পন্টিংয়ের অধীনে খেলার। জুম ক্রিকেট তাসমানিয়ার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন লেগ স্পিনার।
রিশাদের শৈশবের প্রিয় ক্রিকেটার পন্টিং হারিকেনসের হেড অব স্ট্র্যাটেজি হিসেবে কাজ করবেন।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ককে নিয়ে রিশাদ বলেছেন, ‘বেড়ে ওঠার সময়ে আমার পছন্দের ক্রিকেটার ছিলেন পন্টিং। তার খেলা দেখতে খুব ভালো লাগত। এখন তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। তার কোচিংয়ে খেলতে উন্মুখ আমি।
’
বিগ ব্যাশে খেলতে ইতিমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন রিশাদ। আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলের হয়ে তাকে কি করতে হবে সেই লক্ষ্যর কথাও জানিয়েছেন রিশাদ। আফগানিস্তানকে ধবলধোলাই করার সিরিজে ৩ ম্যাচে ৫ উইকটে নেওয়া স্পিনার বলেছেন, ‘লেগ স্পিনার হিসেবে আমার কাজ পাওয়ারপ্লে শেষে উইকেট নেওয়া। আশা করি, হোবার্টের হয়েও কাজটা করতে পারব। বিশ্বের বিভিন্ন লিগে খেলার মাধ্যমে আমার অভিজ্ঞতা বাড়বে।
সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলে বোলিংয়েও উন্নতি হবে।’