গেল মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। মুক্তির পর সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে সমীর ওয়াংখেড়েকে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান খান!
এমন অভিযোগ তুলে কিছুদিন আগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে দুই কোটি রুপির মানহানির মামলাও করেন সমীর। যদিও দিল্লি হাই কোর্ট সেই মামলা খারিজ করে দেয়।
২০২১ সালে মাদককাণ্ডে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন সমীর। যদিও আরিয়ানের কাছ থেকে কোন মাদক পাওয়া যায়নি। সেই সময় অনেকেই বলেছিলেন, ‘বলির পাঁঠা’ করা হচ্ছে আরিয়ানকে। সেই ঘটনার পর আবারও আরিয়ানকে নিয়ে মুখ খুললেন সমীর।
সম্প্রতি একটি পডকাস্টে এসে সমীর বলেন, ‘‘মাদক না পাওয়া গেলে সে নিরাপরাধ, এমনটা ভাবাও ঠিক নয়। আর যদি কারও কাছে মাদক মেলে তবে সেটা তৈরি হয়েছে কোথায়, কারা এটা বিক্রি করেছে এই গোটা চেইনটা ধরতে হয়। এই সবটাই তদন্তের অঙ্গ। তাই আইন মেনেই সেই মামলায় সবটা করা হয়েছিল।
তাই কাউকেই বলির পাঁঠা করা হয়নি।’’
আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজটি দর্শকমহলের অনেকেই পছন্দ করেছেন। এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে রাখার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ।
সংলাপটি হলো, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
” এই কথাটি তাকে সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।
সূত্র: হিন্দুস্তান টাইমস
            
	


