গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরই বিজয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার জানান, তিনি নেতানিয়াহুকে তার গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করার জন্য ‘কোনো বিকল্প’ দেননি।
অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, ‘বিবি, এটা তোমারই বিজয়ের সুযোগ। সে এতে সম্মত ছিল।
শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি তাকে (নেতানিয়াহু) বলেছি, এটা মানতেই হবে। আমার সঙ্গে থাকলে, তোমাকে এটা মানতেই হবে।’
ট্রাম্প আরো বলেন, ‘বিবি গাজার ব্যাপারটা অনেক দূর নিয়ে গেছে এবং ইসরায়েল বিশ্বের অনেক সমর্থন হারিয়েছে। এখন আমি সেই সমর্থন আবার ফিরিয়ে আনব।
’
এই মন্তব্য হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স ৪৭’ এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়, যখন নেতানিয়াহু ইসরায়েলি জনগণের সামনে পরিকল্পনাটির পক্ষে বক্তব্য দেন।
নিজের পক্ষ থেকে নেতানিয়াহু বলেন, তিনি এবং ট্রাম্প একসঙ্গে এমন একটি কূটনৈতিক পদক্ষেপ তৈরি করেছেন যা পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। এই পরিকল্পনার ফলে ইসরায়েল একা হয়ে পড়ার বদলে হামাস একা হয়ে পড়বে।
ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানেরও প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, ‘এরদোয়ান অনেক সাহায্য করেছেন। তিনি শক্ত মানুষ, তবে তিনি আমার বন্ধু এবং তিনি দারুণ কাজ করেছেন।’




