অভিনেতা ইয়াশ রোহান সামাজিক মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশ ছোটপর্দার এই অভিনেতাকে তীব্র আক্রমণ করছেন। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন ইয়াশ রোহান। ওই ছবিতে তাকে দেখা যায় দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছেন, কপালে সিঁদুর রেখা।
এই ছবিটি পোস্ট করার পরই তাকে নেটিজেনদের একাংশ আক্রমণ করে বসে। ইয়াশ রোহান হিন্দু বলে তাঁর নাটক দেখবে না, মন্তব্যে এমনটাই জানাতে থাকেন। তবে এই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। তারা দুঃখ প্রকাশ করে রোহানের পাশে থাকার চেষ্টা করছেন।
এদিকে অভিনেতা, লেখক ও সাংবাদিক আহসান কবির নিজের ফেসবুক পোস্টে জানালেন তিনি ইয়াশ রোহানের বাবার চরিত্রে অভিনয় করেছেন এবং এই এই চরিত্রে কাজ করে তিনি গর্বিত।
আহসান কবির বলেন, ‘আমি গর্ব করে বলি সাজিন আহমেদ বাবু পরিচালিত একটি নাটকে আমি ইয়াশ রোহান বাবার সাথে অভিনয় করেছিলাম, আই লাভ ইউ বাবা….’
এদিকে ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘কারো পোস্টে বাজে মন্তব্য করা বা ভুয়া প্রোফাইল থেকে স্ল্যাং ব্যবহার করা সাহসের পরিচয় নয়।
বরং তা আপনার নীচ মানসিকতাকেই প্রকাশ করে।
এত ঘৃণা নিয়ে মানুষ কিভাবে রাতের ঘুম হারাম করে না, সেটাই আশ্চর্য!’
অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তার পরিচয় ধর্ম বা অঞ্চল দিয়ে নয়, বরং তার শিল্পীসত্তা দিয়েই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।’
এ ছাড়া অভিনেতা রওনক হাসান, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনসহ অনেকেই ইয়াশের প্রতি সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
ভক্তরাও অভিনেতার পাশে দাঁড়িয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘এসব মন্তব্যে দয়া করে কষ্ট পাবেন না ভাই। আমরা চাই, মানুষকে কাজ দিয়ে মূল্যায়ন করা হোক, ধর্ম দিয়ে নয়।’




