রাশিয়া নতুন করে ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা শুরু করায়, পোল্যান্ড তাদের আকাশসীমা সুরক্ষিত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। আজ রবিবার (৫ অক্টোবর) পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশে পোল্যান্ড ও মিত্রবাহিনীর বিমান চলাচল করছে এবং মাটিতে থাকা প্রতিরক্ষা ও রাডার সিস্টেম সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
পোলিশ সেনাবাহিনীর এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো পুরোপুরি প্রতিরোধমূলক। এর লক্ষ্য হলো আকাশসীমা রক্ষা করা এবং সীমান্তবর্তী এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
সেনাবাহিনী আরো জানায়, বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য বাহিনী প্রস্তুত আছে।
পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে প্রায় ৫৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতা জারি করা হয় গোটা দেশে। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে এই হামলায় একজন নারী নিহত হন এবং ১৬ বছরের এক কিশোরীসহ আরো ছয়জন আহত হন বলে স্থানীয় প্রশাসন জানায়।
এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে, রাশিয়ার বড় ধরনের হামলার সময় পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর দক্ষিণ-পূর্ব আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। একই মাসে পোলিশ ও ন্যাটো বাহিনী দেশটির আকাশে ঢুকে পড়া রাশিয়ান ড্রোন বাধা দেয়। যা ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর সঙ্গে প্রথম সরাসরি সামরিক সংঘাত হিসেবে বিবেচিত।
রবিবার (৫ অক্টোবর) লিথুয়ানিয়াও জানায়, তারা একাধিক বেলুন তাদের আকাশে শনাক্ত করেছে, যার কারণে কিছু সময়ের জন্য তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে।
পাশাপাশি জার্মানি, ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরেও সম্প্রতি অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়। রোমানিয়া ও এস্তোনিয়া এসব ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করলেও মস্কো অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : আল জাজিরা
            
	


