মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার জবাবে হামাসের প্রতিক্রিয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সব জিম্মির তাৎক্ষণিক মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল এখন প্রস্তুত।
এক বিবৃতিতে বলা হয়, আমরা যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নীতিমালা অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করব।
তবে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আহ্বানের কোনো উল্লেখ ছিল না, যেখানে তিনি ইসরায়েলকে গাজার ওপর প্রাণঘাতী বোমাবর্ষণ ‘অবিলম্বে বন্ধ’ করার কথা বলেছিলেন। ট্রাম্প বলেছেন, ইসরায়েলি বন্দিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে এই পদক্ষেপ জরুরি।
এর আগে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু শর্তে সম্মত হতে রাজি হয়েছে হামাস। এর মধ্যে বন্দিমুক্তির বিষয়টিও রয়েছে। তবে নিরস্ত্রীকরণের মতো জটিল বিষয়গুলো এড়িয়ে গিয়ে সংগঠনটি বলেছে, এ নিয়ে আরো আলোচনা চালানো হবে।
সূত্র : আলজাজিরা




