ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃহস্পতিবার একটি ইহুদি উপাসনালয়ের বাইরে গাড়ি তুলে দেওয়া ও ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এক্সে জানিয়েছে, ‘অপরাধী বলে ধারণা করা এক ব্যক্তিকে জিএমপির সশস্ত্র পুলিশ সদস্যরা গুলি করেছেন। ওই ব্যক্তিও নিহত হন বলে ধারণা করা হচ্ছে।’ তবে তার দেহে সন্দেহজনক বস্তু থাকার কারণে মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল উপস্থিত ছিল।
আহত তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ম্যানচেস্টারের এই হামলার পর দেশজুড়ে ইহুদি উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ডেনমার্কে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাজ্যে ফিরে আসার প্রস্তুতিকালে বলেন, ‘আমরা ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করছি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেব।
’
স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন উপাসনালয়ে ঘটনাটি ঘটার পর ‘বড় ধরনের ঘটনা’ ঘোষণা করে জিএমপি। পুলিশ জানায়, ‘প্যারামেডিকস ঘটনাস্থলে পৌঁছেছে এবং সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে চারজন আহত হয়েছে, যাদের মধ্যে কেউ গাড়ির ধাক্কায়, কেউ ছুরিকাঘাতে।’
ঘটনাটি ইহুদিদের পবিত্র দিবস ‘ইয়ম কিপুরে’ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার দ্বিতীয় বার্ষিকীর ঠিক আগেই ঘটল।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘এই হামলা ইয়ম কিপুরে ঘটায় তা আরো ভয়াবহ। আমি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জরুরি সেবা ও প্রথম সাড়া দানকারীদের ধন্যবাদ জানাই।’
ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম বিবিসিকে বলেন, শহরটি একটি ‘গুরুতর ঘটনার’ মুখোমুখি। তবে তিনি যোগ করেন, ‘তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং জিএমপি দ্রুত পদক্ষেপ নিয়েছে। সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীরাও অসাধারণ সহায়তা দিয়েছেন।
’
সকাল ৯টা ৩৪ মিনিটে পুলিশে খবর আসে যে একজন নিরাপত্তাকর্মীকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে, এর পরই সশস্ত্র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন।
বার্নহাম সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা না করার আহ্বান জানান। তিনি বলেন, ইহুদি সম্প্রদায় ‘এই খবরে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে।’
উত্তর-পশ্চিম অ্যাম্বুল্যান্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে টিম পাঠিয়েছে।
            
	


