শ্রীলঙ্কার টপ-অর্ডার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার আইপিএল নিলামে সম্ভাব্য হট পিক হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন। টেস্টে অভিষেকেই শতক করা নিশাঙ্কা ওয়ানডেতে ২৭০০-এর বেশি রান এবং টি-টোয়েন্টিতে ২২০০-এর বেশি রান করেছেন। সম্প্রতি এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার ১০৭ রানের ইনিংস এই ওপেনারের ফর্মকে আরো উজ্জ্বল করেছে।
যদিও তার আন্তর্জাতিক পারফরম্যান্স প্রশংসনীয়, কিন্তু এখন পর্যন্ত আইপিএলে খেলেননি নিশাঙ্কা।
২০২৫ সালের নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি, তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। তবে সাম্প্রতিক ফর্ম এবং ধারাবাহিকতা এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে।
বিশেষভাবে মুম্বাই ইন্ডিয়ানস নিশাঙ্কাকে দলে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে। রোহিত শর্মা ও রায়ান রিকেলটন থাকলেও নিশাঙ্কা ব্যাকআপ ওপেনার ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলের শক্তি বাড়াতে পারেন।
এদিকে চেন্নাই সুপার কিংসের ২০২৫ সালের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিদেশি ওপেনাররা প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারেননি। ডেভন কনওয়ে ৬ ম্যাচে মাত্র ১৫৬ রান, আর রাচিন রবীন্দ্র ৮ ম্যাচে গড় ২৭.২৮ রান করেছেন। এই পরিস্থিতিতে দলটি ২০২৬ নিলামে নির্ভরযোগ্য ওপেনার খুঁজতে পারে, যেখানে নিশাঙ্কা হতে পারেন সেই ব্যাটসম্যান।
কলকাতা নাইট রাইডার্স ও গত আসরে কুইন্টন ডি কক ও রহমানুল্লাহ গুরবাজের দুর্বল ওপেনিং পারফরম্যান্সের কারণে পরিবর্তনের কথা ভাবতে পারে। ডি কক ৮ ম্যাচে ১৫২ রান, আর গুরবাজ ৫ ইনিংসে ৭৪ রান করেছেন। এই প্রেক্ষাপটে নিশাঙ্কা কলকাতার ওপেনিংয়ে শক্তিশালী বিকল্প হতে পারেন।




