সংযুক্ত আরব আমিরাতে বসছে আইএলটি–টোয়েন্টি লিগের নতুন আসর। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকে দেখা যাবে এবারের আসরে।
বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে দলে নিয়েছে ভারতীয় ধনকুবের ও এশিয়া মহাদেশের শীর্ষ ধনী মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিতে ক্যারিয়ারের আরেকটি অধ্যায় খুলতে চলেছেন তিনি।
আইপিএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও গ্লোবাল টি–টোয়েন্টি কানাডাসহ বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যদিকে, বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ মাঠে নামবেন শারজাহ ওয়ারিয়র্সের জার্সি গায়ে। সম্প্রতি এশিয়া কাপে দারুণ বোলিং করা তাসকিনকে দলে নিতে ৮০ হাজার ডলার খরচ করতে হয়েছে দলটিকে।
তৃতীয় বাংলাদেশি হিসেবে তারকা পেসার মুস্তাফিজুর রহমানও থাকছেন এবারের আসরে।
তাকে দেখা যাবে দুবাই ক্যাপিটালসের হয়ে। বিসিবি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগ পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের।
২০২৫ সালের জানুয়ারিতে শুরু হবে এবারের আসর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই, আবুধাবি ও শারজাহর মাঠে।




