এবার ইস্তাম্বুলেও হারল লিভারপুল

SHARE

টানা সাত জয়ের পর হঠাৎ পথ হারিয়েছে লিভারপুল। ঘরোয়া লিগে হারের তিন দিনের মাথায় চ্যাম্পিয়নস লিগেও হারল অল রেডরা।

তুর্কি চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের ঘরের মাঠে মঙ্গলবার রাতে ১-০ গোলে হেরেছে আর্নে স্লটের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন তারকা ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন।

এই মাঠেই ২০ বছর আগে ‘মিরাকল অব ইস্তাম্বুল’ খ্যাত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখেছিল লিভারপুল। সেই মাঠই এবার ইংলিশ জায়ান্টদের জন্য ছিল দুঃস্বপ্ন।

ম্যাচের ১৪ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত লিভারপুল। তবে গোললাইন ক্লিয়ারেন্স থেকে পাল্টা আক্রমণে যাওয়া গালাতাসারাইয়ের ফরোয়ার্ড ইলমিজ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক থেকে দলকে ১৬ মিনিটের মাথায় এগিয়ে দেন ক্লাব রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোতে দলে যোগ দেওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন।

লিভারপুল কোচ আর্নে স্লট হয়ত তুর্কি ক্লাবটিকে হালকা ভাবে নিয়েছিলেন। দলের প্রথম একাদশে রাখেননি মোহাম্মদ সালাহ ও তারকা ফরয়ার্ড আলেক্সান্দার ইসাককে। পরে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে তাদের নামালেও কাজ হয়নি অল রেডদের।

শেষ দিকে রেফারি লিভারপুলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেও তা ভিএআর-এ বাতিল হয়ে যায়। এতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইংলিশ চ্যাম্পিয়নদের।