রদ্রিগো পুরো গ্রীষ্মটা কাটিয়েছেন তার ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জন নিয়ে রসিকতা করে। প্রতি সপ্তাহে নতুন ক্লাবের সঙ্গে নাম জড়ালেও তিনি জোর দিয়ে বলেছেন, তিনি এখনো রিয়াল মাদ্রিদে থেকে খুশি।
গত মৌসুমের শেষ দিকে মাদ্রিদের শুরুর একাদশ থেকে তার নাম বাদ পড়ার পর থেকেই ব্রাজিলিয়ান এই তারকাকে ঘিরে জল্পনা ছড়াতে থাকে। আর্সেনাল ও লিভারপুলের আগ্রহের কথা শোনা গেলেও ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পারকে সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছিল।
ক্লাব বিশ্বকাপে জাবি আলোনসোর তাকে কম ব্যবহার করাও সেই জল্পনা আরো জোরদার করেছিল। তবে ২৪ বছর বয়সী রদ্রিগো জানালেন, তিনি এসব গুঞ্জনকে গুরুত্ব দেননি।
টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, ‘প্রতি বছরই শোনা যায় আমি নাকি ক্লাব ছাড়ছি। এবার তো প্রায় প্রতি সপ্তাহেই আমাকে ভিন্ন ভিন্ন দলে পাঠানো হচ্ছিল! আমি মজা করে বাবা-মা আর বন্ধুদের বলতাম, আজ আমি এই দলে, কাল ওই দলে।
কিন্তু এসব গুঞ্জন আমাকে একদমই প্রভাবিত করেনি। আমি জানতাম, আমি এখানেই থাকব।’
২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড আরো বলেন, ‘আমি আমার ছুটি উপভোগ করেছি, অনুশীলন চালিয়ে গেছি। রিয়াল মাদ্রিদই আমার ঘর, এখানে খেলা আমার স্বপ্ন ছিল।
যতদিন এই জার্সি গায়ে থাকবে, আমি সর্বোচ্চটা দিয়ে যাব।’
আলোনসোর অধীনে নতুন মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় রদ্রিগোকে বাম দিকে সুযোগ দেওয়া হচ্ছে একাধিক ম্যাচে। মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এমবাপ্পের প্রথম গোলে পেনাল্টি আদায় করে এনে নিজের কার্যকারিতা আরও একবার প্রমাণ করেছেন তিনি। রদ্রিগো বলেন, ‘তিনি (আলোনসো) অনেক পরিবর্তন করছেন, প্রায় প্রতিটি ম্যাচেই আলাদা কৌশলে খেলাচ্ছেন। মৌসুমের শুরুতে আমাকে বাম দিকে রেখেছিলেন, কিন্তু সবাই জানে আমি ভেতরে বা ডান দিকেও খেলতে পারি, যেমন আমি আগেও সবসময় করেছি।