ট্রাম্পপন্থী সাংবাদিককে নাগরিকত্ব দেবে ইতালি

SHARE

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর-ডানপন্থী সরকার ট্রাম্পপন্থী ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্তিরোমোকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র-ইতালি সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার রাতে প্রস্তাবটি অনুমোদন করা হয়। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ‘বিশেষ অবদানের’ কারণে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবটি তুলেছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘৩০ বছরেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনে বার্তিরোমো ইতালি ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং ইতালীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি তার অটল প্রতিশ্রুতি বজায় রেখেছেন।’

এখন প্রস্তাবটি ইতালির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লার অনুমোদনের জন্য যাবে।

বার্তিরোমো বহুবার তার ইতালীয় শিকড়ের কথা গর্বের সঙ্গে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, তার দাদা কারমিনে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন।
তার বাবার পরিবার নেপলস থেকে এবং মায়ের পরিবার সিসিলির আগ্রিজেন্তো শহরের।

এ বছর মেলোনি সরকার নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করলেও বার্তিরোমোর নাগরিকত্ব ওই নিয়মের মধ্যে পড়ে। আগে চার প্রজন্ম পর্যন্ত রক্তের সম্পর্ক প্রমাণ করা গেলে আবেদন করা যেত, এখন কেবল পিতা বা দাদা-দাদি, নানা-নানির মাধ্যমে যোগসূত্র থাকলেই আবেদন করা যাবে।

তবে সাংবাদিকের স্পষ্টভাষী ট্রাম্প সমর্থন এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের অভিযোগের কারণে তাকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত ইতালিতে আলোচনার জন্ম দিয়েছে।

ফক্স নিউজ ও বার্তিরোমোকে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির মিথ্যা অভিযোগ ছড়ানোর কারণে ভোটিং প্রযুক্তি কম্পানি স্মার্টম্যাটিক কয়েক বিলিয়ন ডলারের মানহানি মামলায় আসামি করেছে।