সুপার ফোরে পরপর দুই দিন বাংলাদেশের ম্যাচ

SHARE

আফগানিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ। তবে এ নিয়ে উচ্ছাস করার সময় নেই টাইগারদের হাতে। আগামীকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের পরবর্তী রাউন্ড।

এর আগে একই গ্রুপে থাকা শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ।
তবে এবার ভিন্ন ফলের জন্যই মাঠে নামবে টাইগাররা।

এরপর তিন দিনের বিরতি দিয়ে বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে পরদিনই (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। অদ্ভুত বিষয় হচ্ছে শুধু বাংলাদেশকেই খেলতে হবে পরপর দুই দিন।

এছাড়া রোববার বর আকর্ষণ হিসেবে থাকছে ভারত-পাকিস্তান ম্যাচ। করমর্দন কাণ্ডের পর এবার দুই দল আবু ধাবির মাঠে নেমে কী করে তা নিয়ে কৌতূহল থাকবে ক্রিকেটপ্রেমীদের।