কবে ক্রিকেট ছাড়বেন জানালেন তামিম

SHARE

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সেই সময়টা ঘনিয়ে আসার মাঝেই তিনি বিসিবির পরিচালক পর্ষদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। বিসিবির পরিচালক হওয়ার পর সভাপতি পদে নির্বাচনের দিকে নজর রয়েছে সাবেক এই দেশসেরা ওপেনারের।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, এখনো ঘরোয়া প্রতিযোগিতায় ক্রিকেটার পরিচয়টা তুলে নেননি তামিম। তবে নির্বাচনে জিতলে তামিমকে আর ক্রিকেটে দেখা যাবে কি না সেই উত্তর দিয়েছেন তিনি। নির্বাচনে অংশ নিলে তামিম ক্রিকেট ছাড়বেন বলে জানিয়েছেন। দেশের প্রথমসারির এক প্রত্রিকার সঙ্গে আলাপকালে ক্রিকেটের উন্নতিতে কাজ করার পুরোনো শখ মেটানোর ইচ্ছাপ্রকাশ করেন তামিম।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যদি বোর্ড পরিচালক হয়ে যাই, যদিও এখানে কোনো কিছু এরকম করে উল্লেখ করা নাই যে আমি (খেলতে পারব বা পারব না)… বাট আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি যেটা আমি করব ইনশাআল্লাহ্‌। আর যদি আমি বোর্ড পরিচালক হতে পারি আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। আমার মনে হয় না। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার ক্রিকেটের ইতি টানতে হবে।’

‘নির্বাচন যদি না করতাম হয়তোবা বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবে তৈরি হচ্ছিলাম আমি। এরপর সুযোগ আসলো যখন আমি দেখলাম…অনেকের চেয়ে আপনি (প্রথম আলোর সাংবাদিক উৎপল শুভ্র) ভালো বলতে পারবেন, যে এটা আমার নতুন শখ না। বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি, এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর থেকে এই শখটা আমার আসছে।’

প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে পুরোদমে শুরু হবে বিসিবি নির্বাচনের কার্যক্রম।