পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটেরও ভূমিকা ছিল বলে আইসিসিতে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি ছিল, এশিয়া কাপ থেকে এই ম্যাচ রেফারিকে প্রত্যাহারকরতে হবে। সেই ঘটনাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত ম্যাচ বয়কট করতে চেয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ম্যাচ রেফারি ক্ষমা চাওয়ায় ম্যাচ খেলেছে পাকিস্তান।
মাঠে নেমে অবশ্য জয় পেয়েছে পাকিস্তান। আমিরাতকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে তারা। ম্যাচের পর দলটির পেসার হারিস রউফ বলেছেন, ‘আমি মোটেই চাপে ছিলাম না। বিষয়টা আমার নিয়ন্ত্রণে ছিল না। এই সিদ্ধান্তগুলো বোর্ডই নেয়। এটা ওদের মাথাব্যথা। আমি ম্যাচ খেলতে চেয়েছিলাম। ফোকাস ছিল ম্যাচেই। ম্যানেজমেন্ট সবকিছু ভালো ভাবেই সামলেছে।’
সুপার ফোরে রবিবার ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। তা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে চাননি হারিস। তার কথায়, ‘কোন দল জিতবে তা এখন থেকেই বলা যায় না। খেলায় একটা দল জেতে, একটা দল হারে। দিনের শেষে যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে।’
ভারতের বিপক্ষে প্রথম একাদশে কোনও পরিবর্তন আনবে কি না পাকিস্তান? এমন প্রশ্নের জবাবে হারিস বলেছেন, ‘এখন থেকে বলা মুশকিল। এটা কোচ এবং অধিনায়ক ঠিক করে। খেলোয়াড় হিসেবে আমি সুযোগ পেলে নিজের সেরাটা দেব।’
ভারতের বিপক্ষে জিততে গেলে সব বিভাগে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন হারিস। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত দলের ব্যাটারেরা নিজেদের মধ্যে বসে কথা বলবে। কারণ একে অপরের সঙ্গে যোগাযোগ ভালো হলে দলের মধ্যেও স্বচ্ছতা থাকে। কী ভুল করছে সেটা তাদের খুঁজে বের করা দরকার। এখনও ২-৩ দিন অনুশীলনের সুযোগ রয়েছে।’