বেশি দামে সার বিক্রি, ডিলারকে লাখ টাকা জরিমানা

SHARE

শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সারের ডিলারকে ১ লাখ টাকা এবং লাইসেন্স ছাড়া বিক্রি করায় অপর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আখেরমামুদ বাজারে তাদের এ জরিমানা করা হয়।

জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করছিল। এ অভিযোগে সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

অভিযানকালে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় বিএডিসি ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। একইসঙ্গে লাইসেন্সবিহীনভাবে সার বিক্রির দায়ে কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির সুযোগ নেই। আমরা অভিযোগ পেলেই অভিযান চালাচ্ছি। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।