শুরু হতে যাচ্ছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩০তম সিজন

SHARE

দুবাইয়ের বহু সাংস্কৃতিক পার্ক গ্লোবাল ভিলেজ আনুষ্ঠানিকভাবে তাদের ৩০তম সিজনের তারিখ ঘোষণা করেছে। সেখানে আগামী ১৫ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ মে পর্যন্ত দর্শনার্থীদের স্বাগত জানানো হবে। পাশাপাশি ২০০৫ সালে ১৭.২ মিলিয়ন বর্গফুটের দুবাইল্যান্ডে স্থানান্তরের দুই দশকের পূর্তি হবে।

শহরের বাসিন্দা ও পর্যটকরা গ্লোবাল ভিলেজের আয়োজন শুরুর অপেক্ষায় আছেন, যা দুবাইয়ের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় মৌসুমি আকর্ষণগুলোর একটি।
গত বছর ২৯তম সিজনে পার্কটি ৩০টি প্যাভিলিয়নে ৯০টির বেশি সংস্কৃতি উপস্থাপন করেছিল, ৪০ হাজারের বেশি লাইভ শো অনুষ্ঠিত হয়েছিল, সাড়ে তিন হাজার শপিং আউটলেট ছিল এবং দুই শতাধিক রাইড ও ২৫০টি ডাইনিংয়ের ব্যবস্থা ছিল।

গ্লোবাল ভিলেজের টিকিট
অনলাইন টিকিট বিক্রি আগামী মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

২৯তম সিজনে সপ্তাহের কর্মদিবসে অনলাইন টিকিটের মূল্য ছিল ২৫ দিরহাম (রবি থেকে বৃহস্পতিবার ও সরকারি ছুটি ব্যতীত)। এ ছাড়া যেকোনো দিনের টিকিট ওয়েবসাইটের মাধ্যমে ৩০ দিরহামে কেনা যেত।
তিন বছরের কম বয়সী শিশু, বয়স্ক নাগরিক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রবেশ সাধারণত ফ্রি ছিল। মঙ্গলবার পরিবার ও নারীদের জন্য নির্ধারিত থাকত, সরকারি ছুটি ব্যতীত।

সময়সূচি
যদিও ৩০তম সিজনের জন্য নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে আগে সাধারণ সময়সূচি ছিল :

কর্মদিবস : বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত
সপ্তাহান্ত ও সরকারি ছুটির দিন : বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত

এ ছাড়া রমজান মাসে সাধারণত সময় বৃদ্ধি পায়। মঙ্গলবার পরিবার দিবস হিসেবে নির্ধারিত, শুধু পরিবার, দম্পতি ও নারীদের জন্য।
দর্শনার্থীদের সর্বশেষ সময়সূচি ও টিকিটসংক্রান্ত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিআইপি প্যাক
নতুন সিজনের আগে গ্লোবাল ভিলেজ সীমিত ভিআইপি প্যাকও প্রকাশ করবে। এতে সংরক্ষিত পার্কিং, রেস্তোরাঁ রিজারভেশন, কার্নিভাল রাইড ও গেমে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

এই সিজনে যা আশা করা যাবে
যদিও ৩০তম সিজনের নতুন আকর্ষণ, প্যাভিলিয়ন বা শোর বিস্তারিত এখনো ঘোষণা করা হয়নি। তবে দর্শনার্থীরা গ্লোবাল ভিলেজের পরিচিত অনেক অভিজ্ঞতা আশা করতে পারেন, যেমন :

বিশ্বের বিভিন্ন দেশের খাবার, পণ্য ও শিল্পকর্ম প্রদর্শনকারী আন্তর্জাতিক প্যাভিলিয়ন
আন্তর্জাতিক শিল্পীদের কনসার্ট ও লাইভ পারফরম্যান্স
কার্নিভাল জোনে মজাদার রাইড ও গেম
স্ট্রিট ফুড কিয়স্ক ও ডাইনিং আউটলেট, যেখানে আন্তর্জাতিক ও স্থানীয় খাবারের নানা ব্যবস্থা থাকবে
বিভিন্ন অঞ্চলের অনন্য শপিং ও সাংস্কৃতিক অভিজ্ঞতা
শিশুদের জন্য পারিবারিক শো ও কার্যক্রম

৩০তম সিজনের নতুন আকর্ষণ, পারফরম্যান্স ও বিশেষ ইভেন্টের বিস্তারিত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।

সূত্র : গালফ নিউজ