প্রথমবার বিশ্ব অ্যাথলেটিকসে খেলার সুযোগ পান নাজিমুল হোসেন রনি। কিন্তু হতাশ করেছেন বাংলাদেশি অ্যাথলেট। ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে নিজের হিটে নবম হয়েছেন তিনি।
জাপানের টোকিওর সেই হিটে ৯ জনই অংশ নেন।
৫২.৪৭ সেকেন্ড নিয়ে সবার শেষে হিট শেষ করেন রনি। সবমিলিয়ে ৪৪ জনের মধ্যে ৪২তম হন এই হার্ডলার। এতে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয় তার।
রনি হিটে প্রথম হওয়া নাইজেরিয়ান এজেকিয়েল নাথনিয়েল সময় নিয়েছেন ৪৮.৩৭ সেকেন্ড।
অথচ, জাতীয় অ্যাথলেটিকসে আরো কম সময়ে সেরা হয়েছিলেন রনি। গত ফেব্রুয়ারিতে ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ৩২ বছরে পুরনো রেকর্ড ভেঙেছিলেন তিনি।
সর্বশেষ সামার অ্যাথলেটিকসেও কম সময়ে সোনা জেতেন রনি। গত মাসে ৪০০ মিটার হার্ডলসে ৫২.৩০ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
কিন্তু বিশ্বমঞ্চে নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারলেন না ২৬ বছর বয়সী হার্ডলার।