মেসির পেনাল্টি মিস, শার্লটের সামনে ভেঙে পড়ল মায়ামি

SHARE

লিগস কাপের ফাইনালে হারের দুঃখ এখনো কাটিয়ে উঠতে পারেনি ইন্টার মায়ামি। সিয়াটল সাউন্ডার্সের কাছে ট্রফি হারানোর পর এবার মেজর লিগ সকারে (এমএলএস) শার্লটের বিপক্ষে হোঁচট খেল লিওনেল মেসির দল। তিন গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

শার্লটের মাঠে ম্যাচের শুরুর দিকে অবশ্য মায়ামিই গোলের সুযোগ পেয়েছিল।
বক্সে মেসিকে ফাউল করলে পেনাল্টির সুযোগ আসে অতিথিদের সামনে। তবে সেই সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন তারকা। তার নেওয়া পানেনকা শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন শার্লটের গোলরক্ষক ক্রিস্তিয়ান খালিনা।

পেনাল্টি মিসের পর যেন ভেঙে পড়ে মায়ামির রক্ষণ।
৩৪ মিনিটে গোল করে ইদান টোকলোমাতি শার্লটকে এগিয়ে নেন। বিরতির পরপরই দ্বিতীয় গোল করেন তিনি। শেষ দিকে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। আর তাতেই নিশ্চিত হয় দলের টানা নবম জয়।

এই জয়ে ৩০ ম্যাচে শার্লটের পয়েন্ট দাঁড়াল ৫৩, তারা এখন এককভাবে শীর্ষে। অন্যদিকে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে মায়ামি।

খেলার পর মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আজ আমরা মোটেই ভালো খেলতে পারিনি। শার্লট আমাদের দুর্বল মুহূর্তগুলো কাজে লাগিয়েছে। পেনাল্টি মিসটা ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।

মেসির পেনাল্টি মিস নিয়ে কোচ বলেন, ‘লিও আমাদের মৌসুমজুড়ে সাহায্য করেছে। আজ সুযোগ কাজে না লাগলেও তার অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই।’