দিশা পাটানির বাড়িতে গুলি, মুখ খুললেন অভিনেত্রীর বাবা

SHARE

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার রাত ৩টা নাগাদ তার বাড়িতে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গেছে। অভিনেত্রীর বোন খুশবু পাটানির বক্তব্যের জেরেই নাকি এই ঘটনা ঘটিয়েছে গ্যাংস্টার গোল্ডি ব্রার।

অভিযোগ, দিশার বোন খুশবু পাটানি হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ মহারাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন।
যা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। আর সেই কারণেই নাকি গ্যাংস্টার গোল্ডি ব্রার দিশা পাটানির বরেলির বাড়ির বাইরে গুলি করেছে।

গুলির ঘটনায় কোটওয়ালি থানায় বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া পরিবারের সুরক্ষার জন্য বাড়ির সামনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিশা ও খুশবু পাটানির বাবা জগদীশ সিং পাটানি সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘দুই অজ্ঞাতপরিচয় হামলাকারী আমার বাড়িতে গুলি চালিয়েছে। পুলিশ যথাসম্ভব ব্যবস্থা নিচ্ছে। বরেলি পুলিশ, এসএসপি, এডিজি সবাই কর্তব্য পালন করছে। গুলিগুলো বিদেশি।
আমার অনুমান, আট থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি গোল্ডি ব্রার এর দায় স্বীকার করেছে।’

সন্তানের সমর্থনে এক বিবৃতিতে বলেছেন, ‘মেয়ের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি পরিবারকে অসম্মান করার ষড়যন্ত্র।’

তিনি আরো যোগ করেছেন, ‘প্রেমানন্দজি মহারাজের বিষয়ে ওর নাম টেনে আনা হয়েছে। আমরা সনাতনী, সাধু-সন্তদের শ্রদ্ধা করি।
যদি কেউ ওর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে তবে সেটি আমাদের অপমান করার ষড়যন্ত্র।’

দিশার বোন খুশবু, যিনি ভারতীয় সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত। গত জুলাই মাসে অনিরুদ্ধ আচার্যজি মহারাজের লিভ-ইন সম্পর্ক নিয়ে এক মন্তব্যের প্রতিক্রিয়া জানান। মহারাজ বলেছিলেন, যারা ২৫ বছরের বেশি বয়সী হয়েও অবিবাহিত থাকে তারা সাধারণত চরিত্রহীন।

এ বিষয়ে খুশবুর প্রতিক্রিয়া ছিল, যে মেয়েরা ২৫ বছরের বেশি বয়সে থেকেও সহবাস করেন তারা অনেকের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকে। যদি তিনি আমার সামনে থাকতেন আমি তাকে তার ব্যবহৃত শব্দগুলির মানে বুঝিয়ে দিতাম। এগুলো দেশদ্রোহী ভাষা। একই সময়ে, প্রেমানন্দজি মহারাজও প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন, ফলে নেটিজেনরা মনে করেন খুশবু তাকেই আক্রমণ করেছেন।

তবে খুশবু পরে আরো একটি ভিডিও শেয়ার করে স্পষ্ট করে দেন, ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো হচ্ছে।