পাকিস্তান ম্যাচের আগে অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে বাবার উচ্ছ্বাস

SHARE

এশিয়া কাপ ২০২৫-এ দারুণ সূচনা করেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৬ বলে ঝোড়ো ৩০ রান করে তিনি নজর কেড়েছেন। আসন্ন ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে অভিষেকের বাবা রাজকুমার শর্মা ছেলের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অভিষেক ৩টি ছক্কা ও ২টি চার মেরে তার ইনিংস সাজান।
এর আগে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করেছিলেন। তার ধারাবাহিক ব্যাটিংই ভারতীয় টি-টোয়েন্টি দলে তাকে ‘আনড্রপেবল’ করে তুলেছে।

রাজকুমার শর্মা ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেন, ‘ভারত প্রথম ম্যাচে ভালো খেলেছে। আমি চাই তারা ট্রফি জিতুক।
ভারত দারুণ ফর্মে আছে, আমার বিশ্বাস এবারও তারা এশিয়া কাপ জিতবে।’

তিনি আরো যোগ করেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বজুড়ে সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি। আমি খুশি যে বিসিসিআই অভিষেককে সুযোগ দিয়েছে। আমি চাই, সে সেরাটা দিক।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে সাহায্য করুক এবং তারপর এশিয়া কাপও জিতুক।’

ভারতের হয়ে এখন পর্যন্ত ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অভিষেক। করেছেন ৫৬৫ রান, স্ট্রাইক রেট প্রায় ১৯৪। যা আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে মারকাটারি ব্যাটিংই তার বড় শক্তি।

এশিয়া কাপ ২০২৫ অভিষেক শর্মার ক্যারিয়ারের প্রথম বড় টুর্নামেন্ট। এখান থেকেই তিনি ২০২৬ সালে ভারতে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের জায়গা নিশ্চিত করতে চান।