জীবনসঙ্গী খুঁজছেন তামান্না

SHARE

বিজয় বর্মাকে চোখে হারাতেন, আঙুলে আঙুল জড়িয়ে তার সঙ্গে উপস্থিত হতেন সব অনুষ্ঠানে। কিন্তু সেই প্রেমও টিকল না তামান্না ভাটিয়ার।

তামান্না বিয়ে করে থিতু হতে চাইলেও বিজয় তাতে রাজি ছিলেন না, যার ফলে হাটতে হয় বিচ্ছেদের পথে। দুজন আলাদা হয়ে গেলেও এ বিষয় নিয়ে কেউই আর কিছু বলেননি।
কেবল নীরবে বিচ্ছিন্ন হয়ে গেছেন।

বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদ-যন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তামান্নাকে। তবে ভালোবাসার ওপর আস্থা হারাননি তিনি।
এবার খুঁজছেন নতুন কিছু!

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, তিনি কারো জীবনের দারুণ সঙ্গিনী হতে চান। এরপর অভিনেত্রী বলেন, ‘আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি। আমাকে যাতে উল্টো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কত পুণ্য করেছি বলে ওকে পেলাম।
জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি আরো ভালো হওয়ার চেষ্টা করছি।’

তাহলে কি পরোক্ষভাবে তামান্না তার ও বিজয়ের প্রেম ভাঙায় ‘সিলমোহর’ দিলেন! পাশাপাশি, তিনি যে নতুন করে প্রেম খুঁজছেন, সে ইঙ্গিতও দিয়ে রাখলেন? এর জবাব ভবিষ্যতেই মিলবে বলে মনে করছেন নেটাগরিকেরা।