ভারতের বোর্ড সভাপতি হওয়া প্রসঙ্গে মুখ খুললেন শচীন

SHARE

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি হওয়ার গুঞ্জনে নাম এসেছিল শচীন টেন্ডুলকারের। দেশটির বোর্ড নির্বাচনের দামামা বাজতেই এমন খবর ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। তবে সেই সব জল্পনায় এবার জল ঢেলে দিলেন স্বয়ং শচীন।

শচীনের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, বোর্ড সভাপতি হওয়ার খবর একেবারেই ভিত্তিহীন।
বিবৃতিতে বলা হয়, ‘বিসিসিআইয়ের সভাপতি পদে শচীন টেন্ডুলকারের নাম ভাবা হচ্ছে বা মনোনীত করা হয়েছে, এমন বেশ কিছু খবর আমাদের নজরে এসেছে। আমরা জানাতে চাই, এমন কোনো ঘটনা ঘটেনি।’

এ মাসের শেষ দিকে হবে বিসিসিআইয়ের নির্বাচন। বর্তমান সভাপতি রজার বিনির দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে শিগগিরই।
এর আগে সভাপতি ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

বিনির উত্তরসূরি হিসেবে শচীনের নাম আলোচনায় উঠে আসতেই ক্রিকেটমহলে তোলপাড় শুরু হয়। শোনা যাচ্ছিল, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নাকি শচীনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। এমনকি লর্ডসে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি চলাকালীনও এই প্রসঙ্গ উঠেছিল বলে দাবি করছিলেন কেউ কেউ।

তবে শচীন নিজেই সাফ জানিয়ে দিয়েছেন, বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সবই মিথ্যা গুঞ্জন।