আবুধাবিতে আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। মিশন শুরুর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
টস জিতে লিটন জানিয়েছেন, প্রথম ম্যাচ হওয়ায় উইকেটের চরিত্র বুঝতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাকি ছয়জন স্বীকৃত ব্যাটার।
আজ দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছিল তারা। চট্টগ্রামে হওয়া সেই ম্যাচে ২ উইকেটের জয় পায় হংকং।
আজ সেই হারেরই প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে জয়ের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে হংকংয়ের।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
হংকং একাদশ
জিশান আলী (উইকেটরক্ষক), বাবর হায়াত, অংশমান রাঠ, কালহন কাহল্লু, নিজাকাত খান, অ্যাইজাজ খান, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইয়ুশ শুকলা, আতিক ইকবাল, ইহসান খান।