ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলি দখলদার শাসনের আগ্রাসী কার্যক্রম মোকাবিলায় ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। খবর মেহের নিউজের।
বুধবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলি শাসনের কর্মকাণ্ডকে অপরাধমূলক আখ্যা দিয়ে বলেন, এসব আচরণ আন্তর্জাতিক নীতি ও সীমারেখাকে প্রকাশ্য অবজ্ঞা করে চলছে। ইরানি প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এই দখলদার শাসনের অমানবিক কর্মকাণ্ড ঠেকাতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থান নিতে হবে।
তিনি আরো বলেন, ইসরায়েলি শাসনের কর্মকাণ্ড স্পষ্টভাবে দেখাচ্ছে যে তারা কোনো আন্তর্জাতিক কাঠামো বা নীতিমালা মানে না এবং নিজেদের ইচ্ছেমতো যেকোনো দেশকে আক্রমণ করে থাকে। তাদের এই আগ্রাসী মনোভাব দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।