ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে সব ভোটারকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আবিদুল। সেখানে এই বার্তা দেন তিনি।
আবিদুল বলেন, ‘আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
’
তিনি আরো বলেন, ‘আমি নিজের ভোটাধিকার প্রয়োগ করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আমি এখনো ভেতরে ঢুকিনি। হয়তো পরিদর্শনের পরবর্তী সময় জানাতে পারব সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে।’
ছাত্রদলের এই প্রার্থী আরো বলেন, ‘ঢাবির সব শিক্ষার্থীদের আহ্বান করছি, একটি দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।
ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্বকে বেছে নেবে, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা।’