আরিয়ানের হাত ধরে পর্দায় একসঙ্গে হাজির বলিউডের তিন খান

SHARE

তিন দশকের ক্যারিয়ারে কখনোই পর্দায় একসঙ্গে দেখা যায়নি বলিউডের তিন খানকে। তবে সাম্প্রতিক সময়ে আমির একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তা নিয়ে শাহরুখ-সালমানের সঙ্গেও আলোচনা করেছিলেন। এরপর থেকে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদেরকে একসঙ্গে দেখার।

অবশেষে এক ছাতার নিচে দেখা গেল বলিউডের তিন খান—শাহরুখ, সালমান, আমিরকে।
তাও আবার আরিয়ান খানের হাত ধরে।

সোমবার বিকেলে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’-এর ট্রেলার। ৩ মিনিট ২৯ সেকেন্ডের হাই ভোল্টেজ ট্রেলারে দেখা গেল আমির খানকে। ট্রেলারের শেষ দিকে এসে চমকে দেন বলিউড বাদশাহ শাহরুখ খান, ব্যাকগ্রাউন্ডে তখন বাজতে শোনা গেছে তারই সিনেমার ‘বাদশাহ’ গানটি।

এর আগে সিরিজটির প্রিভিউতে এক ঝলক দেখা গিয়েছিল সালমান খানকে।

ভক্তদের অধীর আগ্রহের অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে এবার। তিন দশকের ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে পর্দায় হাজির হলেন বলিউডের এই তিন ব্যয়বহুল তারকা।

এর আগে বিষয়টি নিয়ে গুঞ্জন উঠলে ভক্তরাও চমকে যান।
সেসময় নেটাগরিকরা মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।’

উল্লেখ্য, ‘ব্যাড্স অব বলিউড’ দিয়ে বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।