গাজায় অনাহারে আরো ৫ ফিলিস্তিনির মৃত্যু

SHARE

গাজায় অনাহারে আরো পাঁচজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৩৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আনাদোলুর।

রবিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৮৭টি মরদেহ আনা হয়েছে এবং ৪০৯ জন আহত হয়েছে।
এতে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন।

বিবৃতিতে বলা হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকে রয়েছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মন্ত্রণালয় আরো জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে সহায়তা নেওয়ার সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২হাজার ৪১৬ জনে এবং আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জনেরও বেশি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতার কারণে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষ–সংক্রান্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৮৭ জনে, যাদের মধ্যে ১৩৮ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২ মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে গাজার সব সীমান্ত বন্ধ করে রেখেছে, যার ফলে সেখানে বসবাসরত ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে।