ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জৈন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলাকালে প্রায় দেড় কোটি রুপির মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি সোনার কলস, একটি সোনার নারকেল ও রত্নখচিত ছোট একটি কলস। লালকেল্লা প্রাঙ্গণে ‘দশলক্ষণ মহাপর্ব’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এক ব্যক্তি জৈন পুরোহিত সেজে সামগ্রীগুলো নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। সন্দেহভাজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মামলায় উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল ৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল, ১১৫ গ্রাম ওজনের হীরা-পান্না-চুনি খচিত ছোট কলস ও একটি বড় সোনার কলস। ধর্মীয় আচার পালনে প্রতিদিনই এক জৈন ব্যবসায়ী সামগ্রীগুলো নিয়ে আসতেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘রত্নগুলো শোভাবর্ধনের জন্য লাগানো হলেও কলসগুলো আমাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। এর কোনও আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না।’
আয়োজকদের দাবি, অনুষ্ঠানে গণ্যমান্য অতিথিদের স্বাগত জানানোর ব্যস্ততার মাঝেই এ চুরি ঘটে। আচার শুরুর পর দেখা যায়, মঞ্চ থেকে মূল্যবান সামগ্রীগুলো উধাও।
ব্যবসায়ীর ভাই অভিযোগ করেন, একই ব্যক্তি এর আগে আরও তিনটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়েছেন।