রেকর্ড গড়তে সব খেলোয়াড়েরই ভালো লাগে। ব্যতিক্রম নয় কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রে। আর কীর্তিটা যদি কিংবদন্তিদের তালিকায় হয় তাহলে আনন্দটা দ্বিগুণ হয়। আনন্দ হচ্ছে ফ্রান্সের অধিনায়কেরও।
তবে রেকর্ড গড়ায় মনোযোগী নন, ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে। গতকাল ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এমনটিই জানিয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। গতকাল জয়ের দ্বিতীয় গোলটি করেছেন তিনি। অপর গোলটি করেছেন মাইকেল ওলিসে।
৮২ মিনিটের গোলে থিয়েরে অঁরির কীর্তি স্পর্শ করেছেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুজনে এখন যৌথভাবে দুইয়ে। গোলসংখ্যা ৫১টি। তবে ৫৭ গোলে শীর্ষে আছেন অলিভিয়ের জিরু।
দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ৫১ গোল করেছেন অঁরি। ফ্রান্স কিংবদন্তির সেই গোলের সংখ্যা মাত্র ৮ বছরেই স্পর্শ করেছেন এমবাপ্পে। এত দ্রুত পূর্বসূরির রেকর্ড স্পর্শ করতে পারায় তাই এটাকে পাগলাটে বলে সম্বোধন করেছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘এত দ্রুত কীর্তি স্পর্শ করা অনেকটা পাগলাটে। কিন্তু এটা আমি পছন্দ করি।
সামনে এগিয়ে যেতে চাই এবং সর্বোপরি দলের হয়ে ম্যাচ এবং শিরোপা জিততে চাই।’
কিংবদন্তি অঁরিকে শ্রদ্ধা জানিয়ে এমবাপ্পে বলেছেন, ‘ টিটি, তোমাকে কুর্নিশ। এখন তাকে ছাড়িয়ে যেতে চাই। হেনরির মতো তারকার কীর্তি স্পর্শ করা সম্মানের। সবাই জানে, ফ্রান্সের সমর্থকদের কাছে তিনি কী। স্ট্রাইকারদের কাছে আরো বিশেষ কিছু। সে এমন একজন যে আমাদের পথ তৈরি করে দিয়েছে। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’
আর জিরুর রেকর্ড ভাঙা নিয়ে ভাবছেন না এমবাপ্পে। তিনি বলেছেন, ‘রেকর্ডটা খুব কাছে এসেছে। তবে আমি যা ভাবছি সেটা তা নয়। আমি মনে করি এটা ভাঙতে পারব। তবে এর বাইরে গুরুত্বপূর্ণ কিছু আছে বলে মনে করি।’