আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০

SHARE

আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য জানান। আহত হয়েছে আরো অন্তত ২ হাজার ৫০০ জন।

রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আঘাত হানে।

কাবুলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই দুর্যোগ এমন এক সময়ে ঘটল, যখন আফগানিস্তান দীর্ঘদিন ধরেই মানবিক সংকটে রয়েছে—আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং প্রতিবেশী দেশগুলো থেকে নাগরিকদের ফেরত পাঠানোর চাপ এর মধ্যে অন্যতম।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ, যেখানে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানান মুজাহিদ। তবে পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে ১২ জন নিহত এবং ২৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টারে করে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেনা সদস্য এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে আহতদের অ্যাম্বুল্যান্সে তুলে নিচ্ছেন, কেউ কেউ নিজ হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বাঁচার আশায় নিখোঁজদের খুঁজে চলেছেন। এই ভূমিকম্প আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা।