লিটন-তানজিদ তামিমের জুটিতে জয়ের পথে বাংলাদেশ

SHARE

আধুনিক ক্রিকেটে ১৩৭ রানের লক্ষ্যটা খুব বড় নয়। ১২০ বলের ইনিংসের শুরুটা তাই দেখেশুনে করতে পারত বাংলাদেশ। তবে সেদিকে মনোযোগ দেননি বাংলাদেশের ব্যাটাররা।

খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাসের প্রয়োগই করতে চেয়েছেন পারভেজ হোসেন ইমন-লিটন দাসরা।
তাই তো রান তাড়া করতে নেমে শুরুটা করলেন বিধ্বংসী। নেদারল্যান্ডসের স্পিনার আরিয়ান দত্তের প্রথম তিন বলে মারলেন চার, চার, ছক্কা। তবে তার চার-ছক্কার শুরুটা বেশিক্ষণ টেকেনি।

শেষ ৬ বলে মাত্র ১ রান নিতে পেরেছেন ইমন।
তাতে ১৫ রানেই থেমেছে বাঁহাতি ওপেনারের ইনিংস। বোল্ড হয়েছেন আরিয়ানে বলেই। ইমন আউট গেলেও আক্রমণাত্মক ব্যাটিং থামেনি। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে ধারা বজায় রেখেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

প্রতিবেদন লেখা পর্যন্ত লিটনের ৩৮ রানের বিপরীতে ২২ রানে অপরাজিত আছেন তানজিদ তামিম। অধিনায়ক লিটন তার ইনিংসটি সাজিয়েছেন ২০ বলে ৫ চার ও ১ ছক্কায়। তার সতীর্থ অবশ্য ওয়ানডে স্টাইলে খেলছেন। বাংলাদেশের স্কোর ৮ ওভার শেষে ১ উইকেটে ৭৭ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৬০ রান।

এর আগে তাসকিন আহমেদের পেসের সামনে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। তার পেসের তোপে ৮ উইকেটে ১৩৬ রানে থামতে বাধ্য হয়েছে সফরকারীরা। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৪ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী পেসার। রান খরচ করেছেন ২৮।