যে কারণে ভারতীয় দম্পতিদের ৩ সন্তান নেওয়ার আহবান জানালেন আরএসএস প্রধান

SHARE

প্রত্যেক ভারতীয়কে দম্পতিদের তিনটি করে সন্তান নেওয়া আহবান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তার দাবি, বিশেষজ্ঞরা বলছেন, তিনটির কম সন্তান হলে বংশবিস্তারের গতি ধীর হয়ে যায়। এর ফলে পরিবার বা সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে। গত বৃহস্পতিবার আরএসএসের প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন এবং

তিনি বলেন, ‘দেশে জন্মহার ২.১ রাখতে হবে।
ভারতের জনসংখ্যা নীতিতে ২.১ সন্তান থাকার পরামর্শ দেওয়া হয়, যা গড় হিসেবে সঠিক। কিন্তু কখনোই ০.১ সন্তান থাকতে পারে না। গণিত অনুযায়ী, ২.১ হলে সেটা ২ হয়ে যায়, কিন্তু জন্মের ক্ষেত্রে দুইয়ের পরে তিনটি সন্তানের প্রয়োজন।’ তার দাবি, চিকিৎসকরা তাকে এমনটাই বলেছেন।

তিনি আরো বলেন, ভারতের জন্য তিনটি সন্তান নেওয়ার পরামর্শ অন্য অনেক দেশেও প্রচলিত রয়েছে। জনসংখ্যা বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণায় এটা স্পষ্ট হয়েছে যে, যদি কোনো জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২.১ এর নিচে নেমে যায়, তবে সেই সমাজ অবলুপ্তির পথে চলে যায়।

তিনি বলেন, ‘এ ধরনের ধ্বংসের জন্য বাইরে থেকে কোনো আক্রমণের প্রয়োজন হয় না, সেই জাতি নিজেই ধ্বংস হয়ে যায়।’ তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘অনেক ভাষা এবং সভ্যতা এর আগে এমনভাবে বিলুপ্ত হয়ে গেছে।
তাই জনসংখ্যা বৃদ্ধির হার কখনও ২.১ এর নিচে হতে দেওয়া উচিত নয়।’

সুত্র : আনন্দবাজার