টানা ১১ মাস মুদ্রাস্ফীতি হ্রাসের পর আগস্টে শ্রীলঙ্কায় পণ্যমূল্য বেড়েছে। দেশটির শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে মুদ্রাস্ফীতি ১.২ শতাংশে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির সেন্সাস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্যের দাম ২ শতাংশ বেড়েছে, যা সামগ্রিক মুদ্রাস্ফীতিকে ত্বরান্বিত করেছে।
তবে পরিবহন ও গৃহস্থালি রক্ষণাবেক্ষণ খরচ কমেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কলম্বো কনজিউমার প্রাইস ইনডেক্স ৪.২ শতাংশ কমে গিয়েছিল, যা ১৯৬০ সালের জুলাইয়ের পর সবচেয়ে বড় মুদ্রাস্ফীতি হ্রাস।
২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ার পর ২০২৩ সালের শুরুর দিকে শ্রীলঙ্কা আইএমএফ থেকে ২.৯ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাওয়ার পর থেকে মুদ্রাস্ফীতি কিছুটা স্থিতিশীল হয়। সরকার আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে ঋণ পুনর্গঠন চুক্তি করেছে।
আইএমএফ বলেছে অর্থনীতি দেশটির স্থিতিশীল হয়েছে, যদিও পুনরুদ্ধার এখনো নাজুক।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষে মুদ্রাস্ফীতি প্রায় ৫ শতাংশে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে। তবে আগস্টে বার্ষিক ভিত্তিতে মুদ্রাস্ফীতি মাত্র ১.২ শতাংশ ছিল।