ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের লীগ স্টেজ ড্র আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মোনাকোতে। ৩৬ দলের এই প্রতিযোগিতায় ইতোমধ্যে চারটি পট নির্ধারণ করেছে উয়েফা।
কোন ক্লাব কোন পটে জায়গা করে নিয়েছে, দেখে নিন একনজরে—
পট–১: তারকাখচিত জায়ান্টরা
প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।
পট–২: শক্তিশালী চ্যালেঞ্জাররা
আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ক্লাব ব্রুজ।
পট–৩: ঐতিহ্যের প্রতিনিধি
অলিম্পিক মার্শেই, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বডো/গ্লিমট ও টটেনহাম হটস্পার।
পট–৪: নতুন চমক ও পুরোনো লড়াকুরা
এএস মোনাকো, এফসি কোপেনহেগেন, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জুইলওয়াজ, কারাবাখ, আথলেতিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি ও কাইরাত।
নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে—৪টি ঘরের মাঠে, ৪টি প্রতিপক্ষের মাঠে। এরপর শীর্ষ ২৪ দল যাবে নকআউট পর্বে।
যার মধ্যে প্রথম ৮ দল সরাসরি ও বাকি ১৬ দল প্লে-অফ খেলে জায়গা করে নিবে শেষ ষোলোতে।