বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে নামছে

SHARE

মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচেই ভারত তাদের শক্তিমত্তা দেখিয়েছে। নেপালকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। বিপরীতে বাংলাদেশের মেয়েদের শুরুটা জয় দিয়ে হলেও ভারতের মতো গোলোৎসব করে হয়নি। স্বাগতিক ভুটানকে হারিয়েছে ৩-১ গোলে।

চার দলের রাউন্ড রবিন লিগের এই আসরে আজ সেই ভারতের বিপক্ষে নামছে অর্পিতা-আলপি আক্তাররা। পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠতে হলে ভারত চ্যালেঞ্জ জিততে হবে বাংলাদেশের মেয়েদের।

অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই আসরে গত বছর ভারতকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই দলের বেশির ভাগ খেলোয়াড় এবারও খেলছেন।

গত আসরের সেরা খেলোয়াড় সুরভী আকন্দ প্রীতি ভুটানের বিপক্ষে শুরুর গোল এনে দিয়েছিলেন। জোড়া গোল করেন আরেক ফরোয়ার্ড আলপি আক্তার। ভুটানকে হারালেও খেলার ধরনে অসন্তুষ্টির কথা ম্যাচ শেষে জানিয়েছিলেন বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান। বল পায়ে আধিপত্য দেখালেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি আক্রমণভাগের খেলোয়াড়রা।

ভারত ম্যাচে সেসব ভুল শুধরে আরো ভালো করার প্রত্যয় জানিয়ে সহকারী কোচ আবুল হোসেন বলেছেন, ‘এই ম্যাচ আরো কঠিন হবে। ভারত শক্তিশালী দল। আগের ম্যাচে আমরা কিছু ভুল খুঁজে পেয়েছি। সেসব নিয়ে আজ (গতকাল) কাজ করেছি। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমরা জিতব বলে আশা করছি।
’ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল ৩টায়।