ইসরায়েলি বাহিনীর গোপন তথ্য : গাজায় নিহতদের ৮৩% বেসামরিক

SHARE

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত প্রতি ছয়জন ফিলিস্তিনির মধ্যে পাঁচজনই বেসামরিক মানুষ— এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব ডাটার ভিত্তিতে তৈরি করা এক গবেষণায়। আনাদোলুর বরাত দিয়ে এমন খবর জানায় আল জাজিরা ও মিডল ইস্ট মনিটর।

এক যৌথ অনুসন্ধানে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান, ইসরায়েল-ফিলিস্তিনি গণমাধ্যম +৯৭২ ম্যাগাজিন এবং হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কল জানায়, এ বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোপন ডাটাবেসে প্রায় ৮ হাজার ৯০০ জন যোদ্ধার নাম মৃত বা সম্ভবত মৃত হিসেবে তালিকাভুক্ত ছিল। সে সময় পর্যন্ত (অক্টোবর ২০২৩ থেকে) গাজায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ৫৩ হাজার।

সেখানে দেখা যায়, সেনা গোয়েন্দা তথ্যভাণ্ডারে যোদ্ধাদের সংখ্যা মোট মৃত্যুর মাত্র ১৭%। অর্থাৎ নিহতদের ৮৩% ছিলেন বেসামরিক।

এই অনুসন্ধানে বলা হয়েছে, আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের বেসামরিক মৃত্যুহার ‘অত্যন্ত বেশি’, এমনকি সেইসব সংঘাতের সঙ্গেও তুলনীয় যেখানে নির্বিচার হত্যাকাণ্ডের জন্য কুখ্যাতি রয়েছে — যেমন সিরিয়া ও সুদানের গৃহযুদ্ধ।

উপসালা কনফ্লিক্ট ডাটা প্রোগ্রামের (ইউসিডিপি) থেরেস পেটারসন বলেন, ‘এত দীর্ঘ সময় ধরে এভাবে বেসামরিক হতাহতের হার অস্বাভাবিকভাবে বেশি।

তিনি আরো যোগ করেন, ‘অন্য কোনো সংঘাতে নির্দিষ্ট একটি শহর বা যুদ্ধ আলাদা করে দেখলে হয়তো একই ধরনের হার পাওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিক হিসেবে তা খুবই বিরল।’