৩৩০০ কোটির ফরোয়ার্ডদের ব্যর্থতায় ইউনাইটেডের হার

SHARE

চলতি দলবদলের বাজারে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণভাগের জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা খরচ করেছে ক্লাবটি। কিন্তু আসরে নিজেদের প্রথম ম্যাচে সে তুলনায় একদম কিছুই পায়নি রেড ডেভিলরা। ফরোয়ার্ডদের ব্যর্থতায় ভালো খেলেও হার দিয়ে মৌসুম শুরু করেছে রুবেন আমোরিমের দল।

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই আর্সেনালের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। দুই দলের লড়াইয়ে গানারদের কাছে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন রিকার্দো কালাফিওরি।

ম্যাচ জুড়ে বল দখল কিংবা আক্রমণে অনেকটা এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে দলটি। বিপরীতে খুব একটা ভালো খেলতে না পারা আর্সেনালের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল। এর মাঝেই জয়ের জন্য প্রয়োজনীয় ৩ পয়েন্ট নিশ্চিত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা।

গোলরক্ষক আলতাই বায়িন্দির ভুলে ম্যাচের ত্রয়োদশ মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। প্রতিপক্ষের কর্নার হাত বাড়িয়ে ক্লিয়ারের চেষ্টায় সফল হননি তিনি। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার কালাফিওরি। ৩০তম মিনিটে সমতায় ফিরতে পারত ইউনাইটেড। বাঁ দিক থেকে প্যাট্রিক ডগুর নিচু শট দূরের পোস্টে বাধা পায়।

আট মিনিট পুর দুরূহ কোণ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহার শট দারুণভাবে ঠেকান আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। প্রিমিয়ার লিগ অভিষেকে নিষ্প্রভ আলোচিত স্ট্রাইকার ভিক্তর গিওকেরেসকে এক ঘণ্টার মাথায় তুলে নেন আর্সেনাল কোচ। তার বদলি নামানো হয় কাই হাভার্টজকে।

৭৩তম মিনিটে আরেকটি দারুণ সেভে স্বাগতিকদের হতাশ করেন রায়া। ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমোর হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন স্প্যানিশ গোলরক্ষক। বাকি সময়েও কয়েকটি সুযোগ পায় ইউনাইটেড, কিন্তু গোলের দেখা পায়নি তারা। এদিকে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।