নয় বছর পর মুক্তি পাওয়া দেব ও শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ দেখতে মরিয়া হয়েছিলেন দর্শকেরা। যার ফলাফলও মিলল মুক্তির পর। প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছে সিনেমাটি। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন।
গতকাল শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি রুপি আয় করেছে ধূমকেতু।
শুভশ্রী লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’ বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই ছবিটি ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে খুব অনায়াসে।
ছবিটির পরিচালক কৌশিক গাঙ্গুলি লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’