ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির পর্দার প্রেম থেকে তা বাস্তবেও রূপ নেয়। চুটিয়ে প্রেমের পর আলাদাও হয়ে যান। এরপর মুখ দেখাদেখি বন্ধ, সোশ্যালে ব্লক! এরপর থেকে এই জুটিকে একসঙ্গে দেখার আশা প্রায় ফিকে হয়ে গিয়েছিল।
কিন্তু প্রায় নয় বছর আগে শেষ করা সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি ঘিরে আবারও তারা এক হলেন।
দেখা হলো, কথা হলো। হলো নাচ, গল্পও। আর তা থেকেই সোশ্যালে ছড়িয়ে পড়ল একাধিক মিম।
কেউ বলছে, শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী নাকি সে রাতে ভাত খাননি।
কেউ আবার তাদের মাঝখানে টেনে আনলেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রকেও। এরই পরিপ্রেক্ষিতে মুখ খুলেছিলেন দেব। বারংবার ট্রলিংয়ের কারণে রাজ-শুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চান অভিনেতা-সাংসদ।
কিন্তু এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রুক্মিণী মৈত্র।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি ভীষণ মজার মানুষ। হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। আর তা ছাড়া দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।’
দেব-শুভশ্রীর রিউনিয়ন, অনেকেই দাবি করেছিলেন বর্তমান প্রেমিকের এই মিলনমেলা নাকি ভালোভাবে নেননি রুক্মিণী।
সে প্রশ্ন করতেই অবাক অভিনেত্রী। তার কথায়, ‘ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। ২০২৫-এ দাঁড়িয়ে যদি এমন কথা বলতে হয় সেটা ভীষণ রিগ্রেসিভ। যারা এমনটা ভাবছেন তারা হয়তো মানসিকভাবে অনেকটা পিছিয়ে।’
প্রসঙ্গত, গতকাল ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’। মুক্তির প্রথম দিনেই বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম দিনেই বক্সঅফিসে ২ কোটিরও বেশি আয় করেছে ছবিটি।