ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেবে : স্ট্রমিচ

SHARE

ইসরায়েলি উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রমিচ ঘোষণা বলেছেন, দীর্ঘ বিলম্বিত একটি বন্দোবস্তের কাজ শুরু হবে। যেটি পশ্চিম তীরকে বিভক্ত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে এটিকে বিচ্ছিন্ন করবে। তার কার্যারয় থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে ‘কবর’ দিয়ে দিবে।

ফিলিস্তিনি সরকার, মিত্র এবং প্রচারণা গোষ্ঠীগুলো এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে।
তারা এটিকে অবৈধ বলে অভিহিত করেছে এবং বলেছে, ভূখণ্ডের এই খণ্ডন অঞ্চলের শান্তি পরিকল্পনাকে ভেস্তে দেবে।

স্ট্রমিচ বলেছেন, বিতর্কিত বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরে ৩ হাজার বাড়ি নির্মাণের পরিকল্পনা আছে। বিবিসির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক মহলের তীব্র বিরোধিতার মুখে জেরুজালেম ও মালে আদুমিম বসতির মাঝে তথাকথিত ই১ প্রকল্পের কাজ বাধাগ্রস্ত আছে।

এ প্রকল্প বাস্তবায়িত হলে জেরুজালেম থেকে পশ্চিম তীর বিচ্ছিন্ন হয়ে পড়বে। স্ট্রমিচ নিজেও একজন বসতি স্থাপনকারী। গতকাল বৃহস্পতিবার মালে আদুমিমে পরিকল্পিত বসতি স্থাপনের স্থানে দাঁড়িয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ই১ উন্নয়নের বিষয়ে সম্মত হয়েছেন। যদিও উভয় পক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এক সংবাদ সম্মেলনে মালে আদুমিমের মেয়রগায় ইফরাচ ও স্ট্রমিচ বলেছেন, ওই জমি ঈশ্বর ইসরায়েলিদের দিয়েছেন। যুক্তরাজ্য ও ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা হবে না। স্বীকৃতি দেয়ার মতো রাষ্ট্রই থাকবেনা।

ওই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরাইলকে সুরক্ষিত রাখে এবং এই অঞ্চলে শান্তি অর্জনের জন্য এই প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে রাজনৈতিক চুক্তির অংশ নয় এমন কোনো আঞ্চলিক পরিকল্পনাকে প্রত্যাখান করেছে ইইউ।

বসতি স্থাপন ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যু। পশ্চিমতীরে ১৬০টি বসতিতে প্রায় ৭ লাখ বসতিস্থাপনকারী বসবাস করে। ফিলিস্তিনিরা ভবিষ্যতে এখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে।

স্ট্রমিচ বলেছেন, কয়েক দশকের আন্তর্জাতিক চাপের পর আমরা মালে আদুমিমকে জেরুজালেমের সঙ্গে যুক্ত করছি। তিনি আরো বলেছেন, ইসরাইলের ভূমিতে আমাদের সার্বভৌমত্ত্ব, বসতি স্থাপন ইহুদিবাদের সর্বোত্তম রূপ। সম্প্রতি কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার পরিকল্পনা করেছে।

সূত্র : রয়টার্স