ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো ১০০

SHARE

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে হত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। আল জাজিরার মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলে হামলা আরো তীব্র হয়েছে, যেখানে শুধু গাজা সিটিতেই ৬১ জন প্রাণ হারিয়েছেন।

বুধবার গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণের চেষ্টা করছিলেন এমন কয়েকটি গোষ্ঠীর ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হন।

পরিবারের জন্য খাদ্য জোগাড়ের মরিয়া চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হন।
এর মধ্যে রাফাহর উত্তরে একটি ত্রাণকেন্দ্রের কাছে ১৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছে দক্ষিণ গাজার নাসের হাসপাতাল।

এছাড়া উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ১৪ জন নিহত ও ১১৩ জন আহত হয়েছেন বলে গাজা জরুরি ও অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে।

গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে আরও জানা গেছে, ইসরায়েলের আরোপিত অনাহার ও অপুষ্টিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে (অক্টোবর ২০২৩) অনাহার ও অপুষ্টিজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে, যার মধ্যে ১০৬ জন শিশু রয়েছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।