দ্য হান্ড্রেডে সবচেয়ে খারাপ বোলিংয়ের রেকর্ড রশিদ খানের

SHARE

দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের কাছে এক ভয়ংকর অভিজ্ঞতার স্বাদ পেলেন আফগান লেগস্পিনার রশিদ খান। ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলতে নেমে রশিদ তার পূর্ণ ২০ বলে কোনো উইকেট না নিয়ে ৫৯ রান দিয়ে ইতিহাসে দ্য হান্ড্রেডের সবচেয়ে ব্যয়বহুল বোলিং ফিগার গড়লেন।

ম্যাচের শুরুতে জো ক্লার্ক ও উইল স্মিড রশিদকে চাপে ফেলেন, মাত্র পাঁচ বলের মধ্যে দুইটি ছয় ও একটি চার মারেন। তবে প্রকৃত বিপর্যয় আসে ফিনিক্স অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে।
রশিদের শেষ পাঁচ বলেই তিনি ৪, ৬, ৬, ৬ এবং ৪ মারেন।

ফলস্বরূপ, রশিদ এখন পর্যন্ত দ্য হান্ড্রেডে এক ম্যাচে ৫০-এর বেশি রান দেওয়া মাত্র চতুর্থ বোলার হিসেবে রেকর্ড গড়লেন। ম্যাচ শেষে ফিনিক্স ১৮১ রানের লক্ষ্য দুই বল আগে পূরণ করে।

দ্য হান্ড্রেডে সবচেয়ে খারাপ বোলিং রেকর্ড
রশিদ খান – ০/৫৯ (২০২৫)
ডেভিড ভিসা – ১/৫৩ (২০২২)
ডেভিড পেইন – ১/৫৩ (২০২৩)
স্টিভেন ফিন – ২/৫১ (২০২১)।