ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করলে ভেসে যাবে পাকিস্তান : মিঠুন

SHARE

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আবারও উসকে উঠেছে। এবার কেন্দ্রবিন্দুতে রয়েছে পানিবণ্টন ইস্যু ও যুদ্ধের হুমকি। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সাম্প্রতিক বক্তব্যের জবাবে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এমন এক মন্তব্য করেছেন, যা একই সঙ্গে কটাক্ষ, কৌতুক ও কড়া সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, সোমবার (১১ আগস্ট) সিন্ধে এক অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ভারত যদি এই পথে চলে তাহলে ছয়টি নদী ফেরানোর জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত।
তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করছে।

এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওরা ভালো লোক। কিন্তু যদি এমন কথা চালিয়ে যান, তাহলে আমরা ধৈর্য হারাব।
একের পর এক ব্রহ্মস চলবে, আর যদি না হয়, তাহলে আমরা একটা বাঁধ বানাবো যেখানে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধ খুলে দেব, কোনো গুলি চলবে না, কিন্তু সুনামি চলে আসবে।’

এদিকে, যত দিন যাচ্ছে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিলাওয়াল ভুট্টোর বক্তব্যের একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন।
তিনি বলেন, ‘ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে, পৃথিবীর অর্ধেক ধ্বংস হয়ে যাবে। সিন্ধু নদীর পানি বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনো অবকাঠামো নির্মাণ করে, পাকিস্তান তা ধ্বংস করে দেবে। মুনির আরো দাবি করেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র মজুদ পর্যাপ্ত এবং ২৫ কোটি মানুষ এই চুক্তি স্থগিতের ফলে অনাহারের মুখে পড়তে পারে।’