হুট করেই সনুর সাজঘরে ঢুকে পড়েন অভিনেত্রী, অতঃপ

SHARE

বিনোদন দুনিয়ায় দীর্ঘদিন ধরেই প্রশ্ন ঘুরপাক খায়— সেলেব্রিটিদের বন্ধুত্ব কি সত্যিই আন্তরিক, নাকি সবটাই প্রচারের জন্য সাজানো নাটক? সংগীত জগত থেকে হলিউড-বলিউড; সবখানেই এমন উদাহরণ আছে যেখানে প্রচারের স্বার্থে সম্পর্কের প্রদর্শন দেখা গেছে।

তবে এই চকচকে দুনিয়াতেও কিছু সম্পর্ক আছে, যা বছরের পর বছর একই রকম গভীর থেকে গেছে। তেমনই এক উদাহরণ অভিনেত্রী দিব্যা দত্ত ও সংগীতশিল্পী সোনু নিগমের বন্ধুত্ব।

গত ৩০ জুলাই সনু নিগমের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও শেয়ার করেন দিব্যা দত্ত। ভিডিওটিতে ছিলো তাদের একসঙ্গে তোলা বিভিন্ন বছরের ছবি। ক্যাপশনে দিব্যা লিখেছেন, তাদের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জানান, জীবনের নানা আবেগঘন মুহূর্তে সনুর উষ্ণ উপস্থিতি তাকে সাহস জুগিয়েছে, এবং সনুই তার জীবনের নির্ভরযোগ্য সঙ্গী।

কেমন ছিল তাদের এই বন্ধুত্বের শুরুর গল্প? সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দিব্যা দত্ত স্মৃতিচারণা করে বলেন, “আমি সনুর সঙ্গেই কাজ শুরু করেছিলাম। মনে আছে, শো-এ সনুর মেকআপ রুমে হঠাৎ ঢুকে পড়তাম আচমকা। একদিন হঠাৎ ঢুকে দেখলাম সাজঘরে একমনে মেকআপ দিচ্ছে। বললাম, ‘তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি এখানে বসে কাঁদব।’ আর সনু বলল, ‘ঠিক আছে, বসো আর কাঁদো…’ ওই যে নির্ভরযোগ্যতা তৈরি হল… এমন মুহূর্ত কেউ ভোলে না।”

শুধু ব্যক্তিগত সমর্থনই নয়, পেশাগত ক্ষেত্রেও দিব্যার কাছে সনুর অবদান উল্লেখযোগ্য। জানান, ‘আজ আমি মঞ্চে কথা বলতে ভালোবাসি, কিন্তু একসময় খুব ভয় পেতাম। সোনুই আমাকে শেখায় কীভাবে দর্শকদের সঙ্গে কথা বলতে হয়।’