মালিতে প্রায় ২০ জন সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশটিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তা সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সন্দেহ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এএফপি রবিবার এ তথ্য জানিয়েছে।
মালির এক নিরাপত্তা সূত্র বলেছে, ‘তিন দিন আগে থেকে প্রতিষ্ঠানগুলো অস্থিতিশীল করার প্রচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার শুরু হয়েছে।
এখন পর্যন্ত অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।’
সেনাবাহিনীর আরেক সূত্র এই ‘অস্থিতিশীল করার প্রচেষ্টা’র সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ‘প্রয়োজনীয় গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেনারেল আব্বাস ডেম্বেলে, যিনি মধ্যাঞ্চলীয় মপতির সাবেক গভর্নর ও সম্মানিত সামরিক কর্মকর্তা। তার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, রবিবার সকালে রাজধানী বামাকোর উপকণ্ঠে কাতি শহরে সেনারা এসে তাকে গ্রেপ্তার করে।
তবে তাকে গ্রেপ্তারের কারণ জানানো হয়নি।
এএফপির তথ্য মতে, ২০১২ সাল থেকে মালি একাধিক সংকটে জর্জরিত—আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জঙ্গিদের হামলা, সাম্প্রদায়িক ও অপরাধমূলক সহিংসতা ও চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে রয়েছে দেশটি।