ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ের পর হ্যাজলউড-ডোয়ারশুইসের বোলিংয়ে রেকর্ড জয় অস্ট্রেলিয়ার

SHARE

জয়ের ধারা অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ রানের জয়টি টি-টোয়েন্টিতে তাদের টানা নবম। যা টানা জয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড।

ডারউইনে রেকর্ড জয়টি এনে দিয়েছেন টিম ডেভিড ও দুই পেসার জশ হ্যাজলউড ও বেন ডোয়ারশুইস।
অলরাউন্ডার ডেভিডের ৮৩ রানের ঝোড়ো ইনিংসের পর প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন সমান ৩টি করে উইকেট নেওয়া হ্যাজলউড ও ডোয়ারশুইস।

অস্ট্রেলিয়ার দুই পেসারের তোপেই ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলার পরও পরাজিত দলের সঙ্গী হতে হয়েছে রায়ান রিকেলটনকে। ওপেনিংয়ে নেমে ৫৫ বলের ইনিংসটি সাজান ৭ চার ও ১ ছক্কায়।

এর আগে ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধাক্কায় শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ৩০ রানেই যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন ডেভিড। ২৬৯.২৩ স্ট্রাইকরেটে ৪ ও ৩ ছক্কায় ৩৫ রানের বিধ্বংসী ইনিংসে খেলে গ্রিন বিদায়ের পরপরই আবারও একটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া।
কেননা ৩ রানের ব্যবধানে যে বিদায় নেন মাইকেল ওয়েন ও গ্লেন ম্যাক্সওয়েলও।

তাতে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৭৫ রান। সেখান থেকে বোলিং করাটা যাদের মূল কাজ তাদের নিয়ে দলকে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ডেভিড। অস্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৮৩ রানের ইনিংস। ৫২ বলের ইনিংসটি সাজান ৪ চার ও ৮ ছক্কায়।