জ্যেষ্ঠ চীনা কূটনীতিককে আটক করেছে কর্তৃপক্ষ : ওয়াল স্ট্রিট জার্নাল

SHARE

চীনের ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী পদের সম্ভাব্য প্রতিযোগী হিসেবে বিবেচিত একজন জ্যেষ্ঠ কূটনীতিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

লিউ জিয়ানচাও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অধীনে বিদেশি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তদারকির দায়িত্বে থাকা একটি বিভাগের প্রধান। তার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, জুলাইয়ের শেষ দিকে বিদেশ সফর শেষে বেইজিং ফেরার পর তাকে ‘আটক করে নিয়ে যাওয়া’ হয়।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

৬১ বছর বয়সী লিউ অতীতে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দুর্নীতি দমন অভিযান বাস্তবায়নের দায়িত্বে থাকা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন সংস্থার নেতৃত্ব দিয়েছেন।

২০২৩ সালে কিন গ্যাংকে বহিষ্কারের পর লিউর আটককে চীনা কূটনীতিকদের বিরুদ্ধে এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত হিসেবে দেখা হচ্ছে।
কিন গ্যাংকে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছিল।

লিউকে চীনা কূটনীতিতে উদীয়মান ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছরের জুলাইয়ের শুরুতে তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছিলেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মিত্রদের সামরিক শক্তি বাড়াতে উসকে দিয়ে ‘সংঘাত ও সংঘর্ষ’ তৈরি করছে।

লিউ পরিচালিত আন্তর্জাতিক বিভাগের ওয়েবসাইট অনুযায়ী, তিনি সর্বশেষ ২৯ জুলাই আলজেরিয়ায় জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন।
এর আগে তিনি আফ্রিকার কয়েকটি দেশ, সিঙ্গাপুরসহ আরো কয়েকটি স্থানে বৈঠক করেন।

সূত্র : এএফপি